শিক্ষাঙ্গন
চান্দিনা বিজ্ঞান মেলায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ১ম স্থান অর্জন

চান্দিনা বিজ্ঞান মেলায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ১ম স্থান অর্জন
চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনায় ৪১তম জাতীয় বিজ্ঞান মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্যে ১ম স্থান অর্জন করে মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী। উপস্থিত বক্তব্যে” ১ম স্থান অর্জন করে ১০ম শ্রেণির ছাত্র সাজিদ আল-আমিন সোহাগ, বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করে ১০ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার তিশা।
২৬ নভেম্বর মঙ্গলবার তাদের হাতে পুরস্কার তুলে দেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান জনাব তপন বকসী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা (ইউটিআরসিই) সহকারি প্রোগ্রামার মো. সালাউদ্দিন, চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ ।
উক্ত ফলাফল অর্জনের জন্য আল্লাহর শুকরিয়া ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করেন মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন।





