
চান্দিনায় বরকইট ইউনিয়নের ১৮ জন গৃহহীনদের মাঝে সরকারি ঘর হস্তান্তর
চান্দিনার সময় নিউজ ডেক্সঃকুমিল্লার চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে ঘর নির্মাণ’ কাজের শুভ উদ্বোধন ও গৃহহীন ব্যক্তিদের মাঝে সরকারি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৮জন গৃহহীন ব্যক্তিদের মাঝে সরকারি অর্থায়নে নির্মিত নতুন ঘর উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মনিরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিঅাইও)মোহাম্মদ মাজহারুল ইসলাম, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, ইউপি মেম্বার আওলাদ হোসেন প্রমুখ।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, সকলকে ঘরে থাকার আশ্রয়ের লক্ষ্যে এ সরকার আশ্রয়ণ-২ এর অধীনে যার জমি আছে ঘর নেই তাদের নিজ জমিতে এক লক্ষ টাকা ব্যয়ে গৃহ নির্মাণ করে দেওয়া কাজ শুরু করেছেন। সেই লক্ষ্যে চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নে ২৩৪টি পরিবারে মাঝে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আজ বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে নতুন ঘর নির্মাণ শেষে গৃহহীণ ওমর আলীর কাছে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।