চান্দিনাজাতীয়রাজনীতি

গুজব নয় বর্তমান এমপি মহদ্বয় পাচ্ছেন নৌকার প্রতীকঃ-মোঃ কামাল হোসেন।

গুজব নয় বর্তমান এমপি মহদ্বয় পাচ্ছেন নৌকার প্রতীকঃ-মোঃ কামাল হোসেন।

চান্দিনার সময় প্রতিনিধিঃ এস তুহিন।

কুমিল্লা(০৭)চান্দিনা উপজেলায় আসছে জাতীয় সংসদ নির্বাচনে গন মানুষের নেতা,চান্দিনা উন্নয়নের কারিগর,সৎ,নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,চান্দিনা মানুষ যাকে দুঃখে সুখে পায়,চান্দিনা আওয়ামীলীগের প্রাণ পুরুষ,সাবেক ডেফুটি স্পিকার জাতীয় সংসদ,সফল পাঁচ বারের এমপি,আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়’ই পাচ্ছেন চান্দিনার নৌকার প্রতীক,এমনটি মনে প্রাণে আস্থা ও বিশ্বাসের সাথে অভিমত ব্যাক্ত করেন,চান্দিনা উপজেলার কৃতী সন্তান,সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,যুব সমাজের অহংকার,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,দোল্লাই নবাবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক ও সভাপতি ৬৮ নং রাণীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডিলার বাংলাদেশ সরকারের হত দরিদ্র অত্র ইউনিয়ন এবং বর্তমান ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ কামাল হোসেন।

চান্দিনার সময়ের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে মেম্বার জনাব মোঃ কামাল হোসেন বলেন,গুজবে কান না দিয়ে আপনারা অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের সাথে থাকুন এবং নৌকার কে বিজয় করার জন্য সহযোগিতা করুন,বর্তমান এমপি মহদ্বয় চান্দিনা জনগণের ও আওয়ামীলীগের একজন একনিষ্ঠ বীর পুরুষ,তাহার তূলনায় সে নিজে,চান্দিনাতে অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয় আছে, থাকবে, ইনশাল্লাহ ,ইনশাল্লাহ, ইনশাল্লাহ,আগামীর নৌকার প্রতীক তিনিই পাচ্ছেন এ ব্যাপারে কোন সন্দ্বেহ নেই।

জনাব কামাল হোসেন আরও বলেন,বর্তমান এমপি মহদ্বয় এমন একজন সৎ ব্যাক্তি যা চান্দিনার মানুষ হিসাবে নিজেকে গর্বিত মনে করি। আমি চান্দিনার সম্মানিত জনগন কে বিনীতভাবে আহবান করি আমি আমরা আপনারা সবাই অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের সাথে থাকি এবং চান্দিনা উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে সহযোগিতা করি,চান্দিনা মানে অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়,চান্দিনাতে নৌকার প্রতীক অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের বিকল্প কেহ নেই,চান্দিনাবাসীর প্রাণের দাবী শুধু একটাই, এমপি মহদ্বয় ছাড়া চান্দিনা আওয়ামীলীগে অভিবাবক আমরা কাউকে মানবোনা,আমি জননেত্রী শেখ হাসিনা কে আহবান করছি দেখুন জানুন যাচাই করুন চান্দিনাতে জনপ্রিয়তা কার বেশী,নৌকার প্রতীক একমাত্র এমপি মহদ্বয়ই প্রাপ্য ।

মেম্বার জনাব মোঃ কামাল হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা,২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ তে আওয়ামীলীগের জনসভায় বিএনপি জামাত জোটের নিন্দাকর গ্রেনেড হামলা তিনি নিজেই অসংখ্য স্প্রীংটারে আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ৩ মাস চিকিৎসা নেন,সেই দিনের ভয়াবহ হামলার কথা আজও প্রতিটা সময় মনে হয়। তিনি চান্দিনা তথা বাংলাদেশের সবাইর কাছে দোয়া কামনা করে চান্দিনা সময়ের প্রতিনিধি কে অসংখ্য ধন্যবাদ জানান।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker