কুমিল্লা সদরচান্দিনা

মৃত ব্যক্তির নাম সহ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন!

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ মৃত ব্যক্তির নাম সহ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন!

 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করতে ২৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।

রবিবার (২০ অক্টোবর) রাতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

এতে রুহুল আমিনকে আহবায়ক ও অধ্যক্ষ হুমায়ুন মাহমুদকে সদস্য সচিব এবং ২৬জনকে সদস্য করে ২৮ সদস্যের ওই কমিটির তালিকায় রয়েছে মৃত ব্যক্তিও!

চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি অধ্যাপক আইউব আলী চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী তারিখে মৃত্যু বরণ করেন। ২০ অক্টোবর ৭টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সম্মেলন প্রস্তুতি কমিটির ২৬ নম্বর সদস্য হিসেবে প্রয়াত ওই নেতার নামও অন্তর্ভুক্ত করা হয়! এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

 

এব্যাপারে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী জানান, ‘উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আইউব আলী’র মৃত্যুর বিষয়টি আমরা ওই সময়ই কেন্দ্রকে অবহিত করেছিলাম।’ তিনি আরও বলেন- ‘সম্মেলন প্রস্তুতি কমিটির বিষয়ে আমি কিছুই জানি না।’

 

সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক রুহুল আমিন জানান, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি অধ্যাপক আইউব আলীর মৃত্যুর বিষয়টি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেননি। যারফলে এমন ভুল হয়েছে।  

এর আগে গত ১৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ওই বৈঠকের ৬দিন পর রবিবার রাতে সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কেন্দ্রিয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র সভাপতিত্বে  বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানী সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এনামূল হক শামীম। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker