চান্দিনা
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনঃমজিবুর রহমান-সভাপতি; কাজী মনির-সম্পাদক

চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনঃমজিবুর রহমান-সভাপতি; কাজী মনির-সম্পাদক
কুমিল্লার চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চান্দিনা থানা রোডের একটি রেষ্টুরেন্টে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাকপ মো. আলী আশরাফ এমপি।
সম্মেলনে সাবেক ব্যাংকার মজিবুর রহমানকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
চান্দিনা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।
৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভূইয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রব দারোগা, কাজী নাছির উদ্দিন, লক্ষণ চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর আব্দুর রব, আইন বিষয়ক সম্পাদক এড. শরীফুল ইসলাম ভূইয়া, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল জলিল কমিশনার, আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলাম বাহার, অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. মহসিন ভূইয়া, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।