জেলার খবর

তানভীর সালেহীন ইমন পিপিএম এর নেতৃত্বে কুমিল্লা সদর সার্কেলের টানা ২৩ বার শ্রেষ্ঠত্ব!!

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম এর নেতৃত্বে কুমিল্লা সদর সার্কেলের টানা ২৩ বার শ্রেষ্ঠত্ব!!

 

সেপ্টেম্বর মাসে ১০৬ টি সাজা পরোয়ানা তামিলসহ ৫৮০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি, ১২৯ টি মামলা নিষ্পত্তি, ১৭৩ জন নিয়মিত মামলার আসামী, বন্দুক যুদ্ধে ০৩ ডাকাত নিহত সহ  ছিনতাইকারী আটক, ০৬ টি আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্র, ৪৯২৯১ পিস ইয়াবা, ৬৩.৫ কেজি গাজা উদ্ধার, ২৩৩৪০ জনের নাগরিক তথ্য সিআইএমএসে অন্তর্ভুক্তি, ১৯৮৮ টি বি রোল ইস্যু মোটরযান আইনে ১০৮ টি মামলায় ৭০০০০ টাকা জরিমানা আদায়সহ সামগ্রিক মূল্যায়নে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম এর নেতৃত্বে এই নিয়ে ২৩ বার কুমিল্লা জেলার সদর সার্কেলের শ্রেষ্ঠত্ব।

 

অফিসার ইনচার্জ ১ম ও ২য় পুরস্কার, ইন্সপেক্টর তদন্ত ১ম ও ২য় পুরস্কার, ই-পুলিশিং ১ম ও ৩য় পুরস্কার, সেরা ওয়ারেন্ট তামিলকারী এসআই, মাদকদ্রব্য উদ্ধারে ১ম, ২য় ও তয় পুরস্কার, অস্ত্র উদ্ধারে ১ম পুরস্কার, মামলা নিষ্পত্তিতে ৩য় পুরস্কার, চোরাচালান উদ্ধারে ১ম পুরস্কার সহ বিভিন্ন ক্যাটাগরিতে সদর সার্কেলের কোতয়ালী ও বুড়িচং থানার ২১ জন অফিসার পুরস্কৃত হন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker