
আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
চান্দিনা, কুমিল্লা।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৯ অক্টোবর) চান্দিনাস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল সহ-সভাপতি ফারুক আহমেদ, বাড়েরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ, জোবায়ের আহমেদ সুমন, খায়রুল ইসলাম, হাসিব জামান, নাজমুল ইসলাম, শাহাদাত হোসেন সোহাগ, সাজিব ভূঁইয়া, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, তানভির খান সহ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।





