চান্দিনা

চান্দিনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

চান্দিনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

।। মো. আবদুল বাতেন।।

কুমিল্লার চান্দিনায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে চান্দিনা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল খাঁন, বরকইট ইউপি চেয়ারম্যান মো.নুরে আলম, শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদুল হক ভূঁইয়া, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ও চান্দিনা পৌরসভার কাউন্সিল মো দুলাল হোসেন, মুরগী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম, ব্যবসায়ী মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মুছা মজুমদার, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুল করিম দর্জি, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ইউসুফ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker