
চাকুরী জীবনের ১২ বছর (এক যুগ) সন্মানের সহিত সম্পন্ন হলো এ এস আই দেলোয়ার হোসেনের।

কুমিল্লা চান্দিনা থানায় বর্তমান কর্মরত সৎ নিষ্ঠাবান জনগনের সঠিক সেবা দিতে সবসময় অঙ্গীকারবদ্ধ,সাহসী পুলিশ অফিসার,কুমিল্লার সম্মানিত পুলিশ মহদ্বয়ের পুরুস্কারে ভূষিত,বর্তমান চান্দিনার এ যাবৎ কালের সফল অফিসার ইনচার্জের মহদ্বয়ের দিকনির্দেশনায় পরিচালিত এ এস আই দেলোয়ার হোসেনের তার পুলিশে কর্মরত আজ একযুগ পূর্ণ হল,এই একযুগে তার তূলনায় সে নিজেই তার দক্ষতায় পরিচালিত অভিযান সফলার শীর্ষে তারই ধারাবাহিকতায় আজ চান্দিনায় অনেক অংশে অপরাধ কমে এসেছে ।

এ এস আই দেলোয়ার হোসেনের একযুগ সফল ভাবে জনগনের সেবা দেওয়ায় জনপ্রিয় অনলাইন পোর্টাল চান্দিনার সময় ২৪ ডক কমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন । আপনার সফলতা আরও উন্নত সেবা যেন জনগণ পায় সর্বদা এই প্রত্যাশা সর্বদা কামনা করে।

এ এস আই দেলোয়ার হোসেন।
ফেইসবুক ওয়াল থেকে হুবহুব নেওয়া।
আলহামদুলিল্লাহ,
আল্লাহপাকের অশেষ মেহেরবানী ও মা বাবার দোয়ায় চাকুরী জীবনের ১২ (বার) বছর (এক যুগ) সন্মানের সহিত সম্পন্ন হলো। আগামী দিনগুলো যাহাতে সন্মানের সহিত জনবান্ধব পুলিশ হয়ে জনগনকে সঠিক সেবা দিতে পারি তার জন্য সকলের দোয়া কামনা করি।





