শিক্ষাঙ্গন

চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৩৯ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা

চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৩৯ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা

 

 

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৩৯ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ আগস্ট) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেদোয়ান  আহমেদ ফাউন্ডেশন ট্রাষ্টি বোর্ড এর সাধারণ সম্পাদক রেজোয়ানা আহমেদ।

 

কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কলেজ উপাধ্যক্ষ আবু হানিফ ভূইয়া, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ভূইয়া, প্রাক্তন শিক্ষার্থী জাকির হোসেন, মামুনুর রশিদ সরকার, শাহাদাত হোসেন মিঠু, মোঃ তাহমিদুর রহমান দিদার, কেএম জাহাঙ্গির আলম, চন্দন কুমার সাহা, মো. শাহজাহান, মোজাম্মেল হক, নূর মোহাম্মদ সরকার প্রমুখ।

 

আগামী ২৮ ডিসেম্বর কলেজ মাঠে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ৩৯ বছর পূর্তি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

প্রসঙ্গত, ১৯৮১ইং সালে তৎকালীন চান্দিনা আসনের সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদ চান্দিনার প্রাণ কেন্দ্রে কলেজটি প্রতিষ্ঠা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker