
চান্দিনা আগামীর কর্ণধার জনাব মুনতাকিম আশরাফ(টিটু)সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানান।
নিউজ ডেক্সঃ চান্দিনার সময়।
বাংলাদেশ ও কুমিল্লা চান্দিনার গর্ব,যুব সমাজের অহংকার,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,সৎ নিষ্ঠাবান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য,চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তরুণ উদিয়মান রাজনৈতিক ব্যাক্তিত্ব,বর্তমান বিজেএমই সিনিয়র সহ সভাপতি,চান্দিনা থেকে পাঁচবারের সফল সংসদ সদস্য জননেতা অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের সুযোগ্য ত্বনয়,আগামীর চান্দিনার অভিবাবক জনাব মুনতাকিম আশরাফ টিটু এক বার্তায় দেশ বিদেশের তথা চান্দিনার সম্মানিত সর্বস্থরের জনগনকে পবিত্র ঈদুল আযহার ঈদ মোবারক ও শুভেচ্ছা জানান।





