চান্দিনা
চান্দিনা জোয়াগ বাজারে ভূয়া আইডি কার্ড ও জন্ম সনদসহ আটক – ১,

চান্দিনা জোয়াগ বাজারে ভূয়া আইডি কার্ড ও জন্ম সনদসহ আটক – ১,
কুমিল্লার চান্দিনায় ভুয়া আইডি কার্ড ও জন্ম সনদসহ মাহমুদ হাসান ( ২৯) নামে এক কম্পিউটার দোকানদারকে আটক করেছে পুলিশ।
শনিবার ৩ আগস্ট দুপুরে চান্দিনা উপজেলার জোয়াগ বাজার থেকে আটক করা হয়। এ সময় তার দোকান থেকে ৫৯ টি ভূয়া জাতীয় পরিচয় পত্র, বেশ কয়েকটি ভূয়া জন্ম সনদ পত্র এবং একটি কম্পিউটার জব্দ করে পুলিশ।
মাহমুদ হাসান চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন নতুন বাজার এলাকার আলী নেওয়াজ এর ছেলে।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ও.সি) মোঃ আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার উপ -পরিদর্শক (এসঅাই) মো নাজির হোসেন সহ থানা পুলিশের একটি টিম তাকে অাটক করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।





