
চান্দিনা আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান এর ইন্তেকাল অধ্যাপক মোঃ আলী আশরাফ এম.পি গভীর শোক প্রকাশ করেন।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক এর বাবা উপজেলা আওয়ামীলীগের সদস্য, বর্ষীয়ান রাজনীতিক মো. শাহজাহান (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া …. রাজিউন)।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৬টায় চান্দিনার একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মো. শাহজাহান চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট দরগাহ বাড়ির মরহুম আব্দুল আজিজ এর ছেলে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম।
দীর্ঘদিন চান্দিনা বাজারে চাউল ব্যবসা করায় বিশিষ্ট্য চাউল ব্যবসায়ী হিবেবে বেশ পরিচিত লাভ করেন। দীর্ঘ রাজনীতি জীবনে উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সাবেক ডেপুটি স্পিকার সরকারি প্রতিশ্রæতি বাস্তবায়ন সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি গভীর শোক প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ও এফবিসিসি আই এর সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন- ‘মো. শাহজাহান একজন নিবেদিত প্রাণ আওয়ামীলীগ কর্মী ছিলেন। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই। আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুন।’
এছাড়া শোক প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।





