কুমিল্লা সদরজেলার খবর

পদ্মাসেতু নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে কুমিল্লায় যুবক আটক

‘এক লক্ষ শিশুর মাথা কেটে তৈরী হচ্ছে পদ্মা সেতু’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে হায়াতুন্নবী নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১২ জুলাই) ভোরে জেলার লাকসাম উপজেলার আশাথী গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

 

গ্রেফতারকৃত ব্যক্তি ঐ গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। 

 

র‌্যাব জানায়, পদ্মাসেতু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনমনে আতংক ছড়ানোর অভিযোগে কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে শুক্রবার ভোরে জেলার লাকসামে অভিযান পরিচালনা করা হয়। এসময় হায়াতুন্নবীকে প্রযুক্তির সহায়তায় তার বাড়ি থেকে আটক করা হয়। 

 

কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমার জানান, সে ‘নবী লাকসাম’ নামক একটি ফেসবুক আইডি ব্যবহার করে জনমনে আতংক সৃষ্টি করতে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছে। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া ফেসবুকের এ আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে সে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker