কুমিল্লা সদর
কুমিল্লা নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক আজিম হত্যার রহস্য উদঘাঠন অস্ত্রসহ গ্রেফতার ১

কুমিল্লা নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক
আজিম হত্যার রহস্য
উদঘাঠন অস্ত্রসহ গ্রেফতার ১
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার হাউজিং এস্টেট এলাকায় পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আটোরিক্সা চালক আজিম উদ্দিন (৩২) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাঈন উদ্দিন (২৩) নামে ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রটি (ছুরি) ও ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। আটক মাঈন উদ্দিন জেলার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) এলাকার আবুল মিয়ার ছেলে। গতকাল রোববার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে আসামী মাঈন উদ্দিন (২৩) নামে এক জনকে গ্রেফতার করা হয়। নিহত আজিম উদ্দিন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আসমহল গ্রামের মোঃ সামসুল আলমের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দিনমজুর অটোরিক্সা চালক হত্যার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় কুমিল্লা পুলিশ সুপার নির্দেশনায় থানা পুলিশের পাশাপাশি ডিবি এর এলআইসি টিম ছায়া তদন্ত অব্যাহত রাখে। ডিবি এর এলআইসি টিম দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় অটোরিক্সা চালক আজিম উদ্দিনকে হত্যার ঘটনা জড়িত আসামীকে সনাক্ত করে। পরবর্তীতে অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দিন খান এর নেতৃতে ডিবি এর এলআইসি টিম গতকাল রাতে অভিযান চালিয়ে দক্ষিণ চর্থা থেকে মাঈন উদ্দিনকে আটক করে। পরে গ্রেফতারকৃত আসামী মাঈন উদ্দিন আজিম হত্যার কথা স্বীকার ও তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়।





