কুমিল্লা সদর
কুমিল্লা নগরীর রানীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫০লক্ষ টাকার মালামাল

কুমিল্লা নগরীর রানীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫০লক্ষ টাকার মালামাল
কুমিল্লা নগরীর রানীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
সোমবার রাত ৩টায় নগরীর রানীবাজারে মাছ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
কুমিল্লা রানীর বাজারে রাত ৩টায় মাছ বাজারের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা জানতে পেরে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট হাজির হয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের ইউনিট জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে এ অগ্নিকান্ডে ৫০লক্ষ টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান বাজার কমিটির সাধারন সম্পাদক মাহাবুবুর মেহেদী।





