চান্দিনা
চান্দিনায় বীর মু্ক্তিযোদ্বা মোমেন চৌধুরী ইন্তেকাল,চান্দিনার সময় পরিবার শোকাহত

চান্দিনায় বীর মু্ক্তিযোদ্বা মোমেন চৌধুরী ইন্তেকাল,চান্দিনার সময় পরিবার শোকাহত
বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনা সোনালী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোমেন চৌধুরী শনিবার রাত ১:১0 মিনিটে রাজধানীর সিরাজ খালেদা মেমোরিয়াল আর্মি হাসপাতালের অাই, সি, ইউ তে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি …..…. মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৮ বৎসর। তিনি স্ত্রী দুই কন্যা তিন পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকেল ২ টায় কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাহার নিজ গ্রাম চান্দিনা উপজেলার জোরপুনি গ্রামের পারিবারিক কবরস্থানে তাহাকে দাফন করা হয়।
উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি। উপজেলা ভাইস চেয়ারম্যান মো জহিরুল ইসলাম মুন্সী, মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান অহিদ উল্লাহ। চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক অন্যান্য সহযোদ্ধা ও এলাকার শুভাকাঙ্ক্ষী বৃন্ধ।





