শিক্ষাঙ্গন
চান্দিনা উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করন- বিষয়ক ১ দিনের কর্মশালা

চান্দিনা উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করন- বিষয়ক ১ দিনের কর্মশালা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে ১৬ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লার চান্দিনা উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করণ- বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল হক সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ নাজমা আক্তার (রবি), মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ আবুল ফরহাজ খান, মেডিকেল অফিসার ডাঃ আমেনা আক্তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আই) মো জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো আবু কাওসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নীলআরা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক( ইনচার্জ) রজ্জবেন নেছা, ব্রাক ম্যানেজার (যক্ষা) মো কামরুজ্জামান, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ এরশাদ ভূঁইয়া, দৈনিক ভোরের কাগজ,দৈনিক রুুপসী বাংলা সাংবাদিক রিপন অাহমেদ ভূইয়া সহ সরকারি কর্মকতা – কর্মচারীগন অংশ নেয়।
চান্দিনা উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করন বিষয়ক এক দিনের কর্মশালা প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া।