দাউদকান্দি

দাউদকান্দির বানিয়াপাড়ায় সড়ক দুঘর্টনায় চালক হেলপার নিহত

দাউদকান্দির বানিয়াপাড়ায়  সড়ক দুঘর্টনায় চালক হেলপার নিহত

 

 

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও হেলপার  নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াই টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার  দাউদকান্দির বানিয়াপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এতে করে পেছনে থাকা কাভার্ডভ্যানের চালক ও হেলপার মারাত্মক আহত হয়। আহতদের গৌরীপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

 

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামী একটি কাভার্ডভ্যান  মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সামনে থাকা অপর একটি

কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে করে পেছনে থাকা কাভার্ডভ্যানের চালক মোঃ দিদার এবং হেলপার আনোয়ার হোসেন নিহয় হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলো কাভার্ডভ্যান চালক কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার  মোঃ দিদার (২২) এবং হেলপার চট্টগ্রাম জেলার বুশপুর থানার আনোয়ার হোসেন (১৮)। মাত্রাতিরিক্ত গতি ও চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ জানায়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker