শিক্ষাঙ্গন
চান্দিনার ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

চান্দিনার ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ
মো. আবদুল বাতেন
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনার ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, বিদ্যালয় প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার, সহকারী প্রধান শিক্ষক বাবু নিমাই চন্দ্র সরকার, সহকারী শিক্ষক উত্তম চন্দ্র আচার্য, এমরান হোসেন, বিভূ রঞ্জন দাস, নিলুফা সুলতানা।

সহকারী শিক্ষক এমরান হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আবদুল মান্নান ভূইয়া, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব প্রমুখ।





