চান্দিনা
দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাজমা আক্তার

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা থাকলেও প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে গেলেন বর্তমান চান্দিনা উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা আক্তার চৌধুরি।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (বুধবার) সকালে চান্দিনা উপজেলা রিটার্নিং কর্মকর্তারর কার্যালয়ে হাজির হয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে নাজমা আক্তার ‘চান্দিনা প্রতিদিন’ কে জানান, দলের স্বার্থ ও শারীরিক অসুস্থতার কারণে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছি।
চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।





