শিক্ষাঙ্গন
কিংশুক সায়াহ্ন -সিত্তুল মুনা সিদ্দিকা

কিংশুক সায়াহ্ন -সিত্তুল মুনা সিদ্দিকা
হে কিংশুক সায়াহ্ন,
তোমায় নিয়ে আমার একটু থাকুক ঘিরে নিবিড়তা!
একটু থাকুক রহস্যের আলেয়া!
একটু থাকুক অব্যক্ত অস্পষ্টতা !
আরো একটু জড়িয়ে থাকুক অদেখার বিমুগ্ধ কৌতুহলে!
অপ্রাপ্তির বুহ্য ভেদ করে অমলিন মৃদু হাসি সঙ্গি হয়ে রবে নিরবে…
হয়তো তোমায় হারানোর ক্ষণ পর্যন্ত।
থাকি প্রলুব্ধ…
কল্পিত জীবনের এই মোহময় কানামাছি কথনে..!