জেলার খবর
কুমিল্লায় ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮৫

চান্দিনার সময় ডেক্স ● কুমিল্লায় ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলাসহ নানা অপরাধে ৮৫ জনকে গ্রেফতার করা হয়।জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোরশেদ জানান, মাদক আইনে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। ৬ হাজার ৩৩৭ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।





