রাজনীতি
“বুলবুল দেওয়ানকে ওয়ার্ড কাউন্সিলর হিসাবে পেতে চায় ৪৮ নং ওয়ার্ডের জনগন”

“বুলবুল দেওয়ানকে ওয়ার্ড কাউন্সিলর হিসাবে পেতে চায় ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ
ঢাকা প্রতিনিধিঃ এম এম রায়হান
ঢাকা মহানগর (উত্তর) সিটি করপোরেশন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমরা স্বাধীনতার পক্ষ্যের শক্তি খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়ান সাহেবের পরিবারের সদস্য হতে দেখতে চায় এলাকাবাসি। যারা আওয়ামী লীগ এর জন্মলগ্ন হতে পরিক্ষিত। যারা ব্রিটিশ শাসন আমল থেকে অত্র অঞ্চলের মানুষের সুখ দুঃখের অংশিদার। যাদের রক্ত ঘাম পরিশ্রমে অত্র অঞ্চলে আওয়ামী লীগ তিল তিল করে শক্ত বুনিয়াদ পেয়েছে। যে পরিবারের দুই ছেলের দুই জনই জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে তৎকালীন মাত্র ১২০০ অধ্যুষিত জনসংখ্যার গ্রাম হতে তাদের নেতৃত্বে ৩০ জন মুক্তিযোদ্ধা নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিলেন। যে পরিবার ৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর হতে শত নির্যাতনেও আওয়ামী লীগ এর ছায়াতল হতে বিন্দু পরিমাণ বিচ্যুত হন নি। সেই পরিবার এর বড় সন্তান মরহুম যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মারফত আলী দেওয়ান এর মেজো সন্তান হাজী মোঃ মাসুদুর রহমান দেওয়ান বুলবুল- কে আসন্ন সিটি নির্বাচনে কমিশনার হিসাবে এলাকাবাসী দেখতে চায়। বংশ পরম্পরায় তালই, দাদা, বাবা- চাচার ন্যায় এলাকার মানুষের সুখ দুঃখের অংশিদার এই প্রিয় বুলবুল দেওয়ান। তিনি তৎকালীন বি,এন,পি শাসন আমলে ১৯৯৩/ ৯৪ তীতুমীর কলেজ বার্ষিকী ছাত্র সংসদে সম্পাদক প্রার্থী হয়ে ছাত্রলীগের পক্ষ্যে নির্বাচন করেন। তীতুমীর কলেজের সাবেক সহ-সম্পাদক এর দায়িত্ব পালন করেন। সাবেক দক্ষিন খান ইউনিয়ন যুবলীগ (দক্ষিন) এর সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেন। বর্তমান খিলক্ষেত থানা যুবলীগের যুবরাজ খ্যাত এ কীর্তিমান নেতার বিচক্ষন নেতৃত্বে ৯৬ নং ওয়ার্ড, ৪৩নং ওয়ার্ড এবং ৪৮নং ওয়ার্ড যুবলীগ নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী। তিনি তাঁর চাচা খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়ান এর ন্যায় ক্লিন ইমেজ এর সুস্থ্য ধারার রাজনীতির চর্চা করেন। কর্মীবান্ধব, জনহিতৈষী, শিক্ষিত, ভদ্র এবং বিচক্ষনতা তাকে করেছে সর্বস্তরে জনপ্রিয়। তাই জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় শ্রদ্ধেয় ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের নয়নমনি এডঃ সাহারা খাতুন আপার দৃষ্টি আকর্ষণ করে ৪৮ নং ওয়ার্ড এর জনগনের প্রানের দাবী প্রতিফলনের বিনীত প্রার্থনা রইলো।





