অপরাধ

চান্দিনায় রাতের অন্ধকারে পুকুর থেকে মাছ লু-ট ও ভরাটের অভিযোগে পৃথক মামলা;

চান্দিনায় রাতের অন্ধকারে পুকুর থেকে মাছ লু-ট ও ভরাটের অভিযোগে পৃথক মামলা;
প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু বিচার দাবি

।। প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)।।

কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকার বেলাশ্বর গ্রামে রাতের অন্ধকারে অন্যের পুকুরে জাল ফেলে মাছ লু-টের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কুমিল্লার ৭নং আমলি আদালতে মা-ম-লা দায়ের করেন ক্ষতিগ্রস্থ পুকুরের মালিক দেলোয়ারা বেগম। তিনি ওই গ্রামের শহিদুল ইসলাম এর স্ত্রী। বুধবার (২৫ সেপ্টেম্বর) ওই মা-ম-লাটি দায়ের করা হয়। এতে একই গ্রামের মৃত অহেদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম, তার মেয়ে বিউটি আক্তার, মৃত আ. মালেক মালুর ছেলে হাবিব উল্লাহ্ ও ছেলের বউ জোসনা বেগম সহ ৭ জনের নাম উল্লেখ করে বিবাদী করা হয়।

মা-ম-লার বিবরণে জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় বিবাদীরা ৮-১০ জন লোক দিয়ে বাদির মালিকানাধীন পুকুরে জাল ফেলে। এসময় তারা রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া জাতের ৫ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়।

এর আগে গত সোমবার আসামীরা কতিপয় সন্ত্রাসী নিয়ে বাদির মালিকানাধীন পুকুটিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে। ওই বিষয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুকুরের মালিক।

মা-ম-লার বাদি দেলোয়ারা বেগমের স্বামী শহিদুল ইসলাম অভিযোগ করেন, ১৯৯২ এবং ১৯৯৩ সালে মোট ২২ শতাংশ জমি ক্রয় করে এখানে পুকুর ও বসতি গড়েছেন তারা। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাদের জমি ও পুকুর অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে। সম্প্রতি সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই সন্ত্রাসী নিয়ে জমি ও পুকুর দখল এবং মাছ লু-ট করে নেয় প্রতিপক্ষ। এছাড়া টিনের বেড়া দিয়ে তার পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি। প্রশাসনের সহযোগিতা দাবি করেছে পরিবারটি।

বিবাদী বিউটি আক্তার বলেন- আমার বাবা ও জেঠাদের জায়গা নিয়ে ঝামেলা রয়েছে। আমরা ২০১৫ সালের একটি বাটোয়ারা মামলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১৫শতাংশ জায়গা পেয়েছি। আদালতের মাধ্যমে আমরা জায়গা বুঝে নিয়েছি। মাছ লু-ট পাটের বিষয়টি মিথ্যা বলে তিনি দাবি করেন।

তবে, তার বাবা শহিদুল ইসলামের নিকট ৩শতাংশ জায়গা বিক্রি করেছেন বলে তিনি স্বীকার করেন। কিন্তু সেই জায়গা নিয়ে তাদের কোন আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নূরুল হুদা জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker