চান্দিনা

চান্দিনার কেরণখাল ও মাইজখার ইউনিয়নের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান ও এতবারপুরে এসি ল্যান্ড

চান্দিনার কেরণখাল ও মাইজখার ইউনিয়নের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান ও এতবারপুরে এসি ল্যান্ড

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে তাদের পরিবর্তে প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) কে দায়িত্ব প্রদান করা হয়েছে। আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে সংশ্লিষ্টদের তালিকা প্রকাশ করেন- কুমিল্লা জেলা প্রশাসক।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত চিঠি চান্দিনা উপজেলায় পৌঁছালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গত সোমবার ওই চিঠি স্বাক্ষর করেন জেলা প্রশাসক।

চিঠিতে জানা যায়, উপজেলার ৫নং কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান-২ মো. সেলিম মিয়া, ৭নং এতবারপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান-২ আবুল বাশার। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পৃথক নির্দেশনার প্রেক্ষিতে ইউনিয়ন চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে জনসেবাসহ সার্বিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে বিভিন্ন সেবাকার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। মানুষের দুর্ভোগ লাঘবেই উর্ধ্বতন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চান্দিনা উপজেলার ৫নং কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূইয়া, ৭নং এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ এবং ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. সেলিম প্রধান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker