অপরাধ
চান্দিনার বেলাশ্বর গ্রামের শিশু সুবর্ণা হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কা-রা-দ-ন্ড

চান্দিনার বেলাশ্বর গ্রামের শিশু সুবর্ণা হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কা-রা-দ-ন্ড
।।মাসুমুর রহমান মাসুদ।।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বেলাশ্বর গ্রামের শিশু সুবর্ণা মিম (৬) কে শ্বা-স-রো-ধে হ-ত্যার পর লা-শ গু-ম করার অপ-রাধে ওমর ফারুক (১৯) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কা-রা-দ-ন্ডের রায় দিয়েছে কুমিল্লার আদালত।
মঙ্গলবার (২১ মে) কুমিল্লার নারী ও শিশু নি-র্যা-তন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. জাহিদুল কবির ওই রায় দেন। দ-ন্ডা-দেশ প্রাপ্ত আসা-মি মো. ওমর ফারুক চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামাল এর ছেলে।
মা-ম-লার বিবরণে, আইনজীবী, স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাদত আলী মেম্বার এর ছেলে মো. কোরবান আলী ও খাদিজা আক্তার শিমু দম্পতির কন্যা সুবর্ণা মীম। মা-বাবার দাম্পত্য ক-ল-হে তাদের মধ্যে বিবাহ বি-চ্ছে-দ হলে শিশুটি তার বাবার সাথেই থেকে যায়। ২০১৭ সালের ৬ ডিসেম্বর কোরবান আলী মোবাইল করে শিশুর মাকে জানায় তার মেয়ে সুবর্ণা মীম কে খোঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর সন্ধ্যায় কোরবান আলী জানায় কে বা কাহারা সুবর্ণা মীম এর মু-ক্তি-প-ণ হিসেবে দশ লক্ষ টাকা দা-বি করে। পরদিন সকালে চান্দিনা আর এন আর সিরামিক ফ্যাক্টরির সংলগ্ন থানগাঁও খালের পশ্চিম পাশে সুবর্ণা মীম এর লা-শ গলায় ওড়না পে-চা-নো অবস্থায় পাওয়া যায়।
ওই ঘটনায় ৭ ডিসেম্বর শিশুর মা খাদিজা আক্তার শিমু বাদী হয়ে চান্দিনা থানায় একটি হ-ত্যা মা-ম-লা দায়ের করেন। মা-ম-লা-র তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ডালিম কুমার মজুমদার তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৮ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামাল এর ছেলে মো. ওমর ফারুক কে গ্রে-ফ-তা-র করে। আ-সা-মীকে আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তি মূলক জবা-নব-ন্দি প্রদান করে। জবা-নব-ন্দি পর্যালোচনাক্রমে আ-সামি মো. ওমর ফারুক এর বিরুদ্ধে আনীত অ-ভি-যো-গ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দ-ন্ড-বি-ধির ৩০২ ধারায় যাবজ্জীবন স-শ্র-ম কা-রা-দ-ন্ড ও ৫০ হাজার টাকা অর্থদ-ণ্ড এবং ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কা-রা-দ-ণ্ড ও ১০ হাজার টাকা অর্থ-দ-ণ্ড প্রদান করে আদালত। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/০৩) এর ৯(৪)(খ) ধারায় ১০ বছরের সশ্রম কা-রাদ-ন্ড ও ২৫ হাজার টাকা অর্থ-দ+ন্ড প্রদান করে আদালত। রায়ের আরও উল্লেখ করা হয়, বর্ণিত সা-জা একসাথে চলবে।
রায় ঘোষণাকালে দ-ন্ড-প্রাপ্ত আ-সা-মি মো. ওমর ফারুক আদালত কা-ঠগ-ড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে কুশলী স্পেশাল পিপি এডভোকেট মো. মিজানুর রহমান মজুমদার বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।
এদিকে, আ-সা-মি পক্ষের এডভোকেট মো. হাছান বলেন- রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আ-পি-ল করবো।





