চান্দিনা
‘৭৫ এর পরে ইতিহাস বিকৃত করা হয়েছিল’ – ডা. প্রান গোপাল দত্ত এম.পি

‘৭৫ এর পরে ইতিহাস বিকৃত করা হয়েছিল’
– ডা. প্রান গোপাল দত্ত এম.পি
।। মাসুমুর রহমান মাসুদ।।
কুমিল্লার চান্দিনা পালকি সিনেমা হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার চলচ্চিত্রটি সম্পূর্ণ দেখার পর কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত বলেন- ‘এটি ইতিহাসের একটি নির্মম স্বাক্ষী। ৭৫ এর পরে ইতিহাস বিকৃত করা হয়েছিল। এই ছবিটি দেখলে বুঝতে পারবে ইতিহাসকে কত নিষ্ঠুরভাবে বিকৃত করা হয়েছিল। এটি প্রমাণিত হলো ইতিহাসকে কোনদিন বিকৃত করা যায় না। সে সব সময় স্বমহিমায় আবার প্রকাশিত হয়।’
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সম্পূর্ণ ছবিটি দেখেন তিনি। হল থেকে বের হয়ে তরুণ প্রজন্ম ও আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওই চলচ্চিত্রটি দেখার আহবান জানান স্বাধীনতা পদক প্রাপ্ত এই চিকিৎসক। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে এই ছবিটি দেখার জন্য উৎসাহিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শুক্রবার সারাদেশে এক যুগে চলচ্চিত্রটি মুক্তি পায়।
হলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, সাবেক সভাপতি ও মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ।





