অপরাধচান্দিনারাজনীতি

চান্দিনায় দুই শ্রমিক লীগ নেতার নেতৃত্বে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধ-র্ষ-ণের অভিযোগ:

চান্দিনায় দুই শ্রমিক লীগ নেতার নেতৃত্বে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধ-র্ষ-ণের অভিযোগ:
অটোচালক গ্রে-ফ-তার।

চান্দিনা প্রতিনিধি।।।
কুমিল্লার চান্দিনায় দুই শ্রমিক লীগ নেতার নেতৃত্বে এক মাদ্রাসা ছাত্রীকে চোখ-মুখ বেঁ-ধে সংঘবদ্ধ ধ-র্ষ-ণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল কাদের সাব্বির (১৫) নামে এক ব্যক্তিকে গ্রে-ফ-তার করেছে পুলিশ।

গত শনিবার এ ঘটনা ঘটলেও সোমবার (৯ অক্টোবর) সকালে ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় মা-ম-লা দায়ের করার পরই পুলিশ অভিযানে নামে।

পুলিশ জানায়, আটক আব্দুল কাদের সাব্বির চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে। সে পেশায় অটোরিক্সা চালক। ঘটনার সাথে অভিযুক্ত মো: রুবেল ও মো: ইউসুফ একই ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক।

মামলায় অভিযোগ করা হয়, চান্দিনার মোহনপুর মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রী গত শনিবার (৭ অক্টোবর) বিকেলে মায়ের কিস্তির টাকা দিয়ে সাব্বিরের অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে মহিচাইল সিংহবাড়ি অতিক্রম করার পর মহিচাইল গ্রামের রুবেল, ইউসুফ সহ ৩জন অটোরিক্সায় উঠে চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে হাত-পা, ও চোখ বেঁধে ধ-র্ষ-ণ করে।

মাদ্রাসা ছাত্রী জানায়, তার চোখ বাধা ছিল,তাই কে বা কয়জন ধ-র্ষ-ণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা ৩/৪জন ছিল। ধ-র্ষ-ণের পর রাস্তায় নিয়ে আমার চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমি বাড়িতে গিয়ে আমার পরিবারকে বিষয়টি জানাই।

এদিকে ধ-র্ষ-ণের ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু মাতাব্বর। এই ঘটনায় রোববার (৮ অক্টোবর) বিকেলে এলাকায় সালিসও বসে। ওই সালিসে টাকার বিনিময়ে রফাদফা করতে চাইলে অস্বীকৃতি জানায় ভূক্তভোগীর পরিবার। পরদিন সোমবার থানায় লিখিত অভিযোগ দেয় ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এ বিষয়ে দলের জড়িত ২ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, সোমবার সকালে এ ঘটনায় এজাহানামীয় ৩ জন ও অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ভিকটিমকে সাথে নিয়ে অভিযান চালিয়ে প্রধান আসামি সাব্বিরকে গ্রে-ফ-তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামিদের গ্রে-ফ-তারের চেষ্টা চলছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker