শিক্ষাঙ্গন

বিক্ষোভের তিনদিন পরও চলছে না শাটল ট্রেন

বিক্ষোভের তিনদিন পরও চলছে না শাটল ট্রেন

বিক্ষোভের তিনদিন পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে না শাটল ট্রেন। প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৮টি বাস।

চবি প্রক্টর নুরুল আজিম সিকদার গণমাধ্যমকে বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ক্লাস ও পরীক্ষা চলবে। ট্রেন বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য ৮টি বাস বরাদ্দ দিয়েছি।

গত বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাস অভিমুখে আসার সময় ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি ছাদে থাকা ১৫ জন শিক্ষার্থী গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা ট্রেন থেকে নেমে জিরো পয়েন্টে মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। এসময় ট্রেনের লোকোমোটিভ মাস্টারকেও আটকে রাখা হয়। এ সময় ভিসি বাসভবন, পুলিশ বক্স ও পরিবহনে ভাঙচুর করে শিক্ষার্থীরা।

আন্দোলন শিথিল হয়ে গেলেও এখন পর্যন্ত চলছে না শাটল ট্রেন। রেলওয়ে লোকো মাস্টাররা এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা চবি শাটল চালাব না। কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই।’

Tags
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker