চান্দিনা

চান্দিনায় গাছের বিনিময়ে বন্ধুত্ব

চান্দিনায় গাছের বিনিময়ে বন্ধুত্ব

।। মাসুমুর রহমান মাসুদ।।

দশম শ্রেনীর সুমাইয়া একটি কাঠালের চারা অষ্টম শ্রেনীর জান্নাতের হাতে তুলে দিলেন, অন্যদিকে জান্নাত তার অর্জুন গাছের চারাটি সুমাইয়াকে দিলেন। তারা আগে কেউ একে অপরকে চিনতো না, এভাবেই গাছের বিনিময়ে তাদের বন্ধুত্ব সৃষ্টি হলো।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে চান্দিনা উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে ব্যতিক্রমী এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের জমানো টাকায় এক হাজার গাছের চারা কিনেছে। তাদের উদ্যেশ্য সেই গাছের চারা বিতরণ করা হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। অনুষ্ঠান শুরুতেই উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়, ধেরেরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জোয়াগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ এবং ওষুধী গাছের চারা বিতরণ করা হয়। তারপর আনুষ্ঠানিকভাবে একে অন্যজনের সাথে গাছের চারা বিনিময় করেন। এই গাছের চারা বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এভাবেই প্রায় ১ হাজার শিক্ষার্থী গাছের বিনিময়ে বন্ধুত্ব সম্পর্কের মাধ্যমে গাছের চারা উপহার পায়।

জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়াল খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান , সংগঠনের উপদেষ্টা ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সংগঠনের চান্দিনা শাখার সভাপতি ছাইফুল্লাহ্ মানছুর, সাধারণ সম্পাদক কাজী রুবেল, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লাল-সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘে থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই এমন ভিন্নরকম উদ্যোগ নেয়া হয়েছে। গাছের বিনিময়ে বন্ধুত্বের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যরকম আত্মীয়তা হলো। তিনি জানান সংগঠনটি গত ১২ বছরে অন্তত সাড়ে পাঁচ লাখ গাছের চারা বিতরণ করেছেন শিক্ষার্থীদের মাঝে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker