চান্দিনা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ড্রেজার জব্দ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ড্রেজার জব্দ
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে ওই অভিযান পরিচালিত হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ টি অবৈধ ড্রেজার মেশিন ও কিছু পাইপ জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধ কিছু পাইপ বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।
অভিযানে চান্দিনা থানা পুলিশ এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিগণ সহযোগিতা করেন।





