চান্দিনা

চান্দিনায় দীর্ঘ দিন পর লাঘব হতে যাচ্ছে পৌরবাসীর দুর্ভোগ

চান্দিনায় দীর্ঘ দিন পর লাঘব হতে যাচ্ছে পৌরবাসীর দুর্ভোগ

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় দীর্ঘ প্রতিক্ষার পর পৌরবাসীর দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। পৌর শহর তথা উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় ছিল। সম্প্রতি পৌরসভার ওই প্রধান সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হিসেবে পরিচিত এই সড়কের পালকি সিনামা হল থেকে পশ্চিম বাজার ইসলামী ব্যাংক চান্দিনা শাখা পর্যন্ত এবং পূর্ব বাজার জামে মসজিদ থেকে হাজী সাহেবের মোড় হয়ে উপজেলা গেইট পর্যন্ত অংশটির উন্নয়ন কাজ শনিবার (২৬ আগস্ট) থেকে শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ করা হবে। কাজটি অধিকতর স্থায়ীত্বের জন্য প্রকল্প পরিচালককে এর মেকাডাম ও পাথরের পুরুত্ব বাড়াতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠি কার্যকর হলে সড়কটির নির্মাণ ব্যয় আরও বাড়বে। এতে আরোও টেকসই ভাবে সড়কটির কাজ করা যাবে।

পশ্চিম বাজার এলাকার ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, উপজেলা সদরের সাথে এবং বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে যাতায়াতের জন্য প্রধান সড়ক এটি। তাই জন সাধারণের জন্য এই সড়কটি খুবই গুরুত্ব বহন করে। কম সময়ের মধ্যে টেকসই ভাবে সড়কটির উন্নয়ন কাজ হবে বলে আশা করেন তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিলিক এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. মনির খন্দকার জানান, বর্ষা মৌসুম চলছে। এছাড়া সড়কের কাজে মেকাডাম এবং কার্পেটিং এর পুরুত্ব বাড়ানোর বিষয়ে কিছু জটিলতা আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং জটিলতা নিরসন হলে আগামী ১ মাসের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।

এদিকে পৌরসভার চান্দিনা-শ্রীমন্তপুর সড়ক, চান্দিনা-চান্দিয়ারা সড়ক এবং চান্দিনা বাড়েরা সড়ক, হাজী সাহেবের মোড়-কাঠেরপুল সড়ক সহ বেশ কয়েকটি সড়ক ভেঙে চৌচির হয়ে আছে। ওই সড়কগুলো যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে আছে।

এব্যাপারে পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া আরোও জানিয়েছেন- ‘ভাঙা সড়কগুলোর সবকটি টেন্ডার এর প্রক্রিয়া চলতি অর্থ বছরেই সম্পন্ন হবে। এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই সড়কগুলোর উন্নয়ন কাজ করা হবে।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker