Live TV Channelsখেলাধুলা

অসুস্থতার কারণে দলের সাথে শ্রীলঙ্কা যাচ্ছেন না লিটন

বেলা ১২টায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে সাকিবরা।

এশিয়া কাপে অংশ নিতে আজ রোববার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে অসুস্থতার কারণে দলের সাথে যেতে পারছেন না ব্যাটসম্যান ও উইকেটরক্ষক লিটন দাস।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানান, ‘লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাবব আমরা।’

আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ অগাস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker