চান্দিনা

চান্দিনার বরকরই বিকাশ হত্যা মামলার প্রধান আসামী আর্জু ঢাকা থেকে গ্রেফতার

চান্দিনার বরকরই বিকাশ হত্যা মামলার প্রধান আসামী আর্জু ঢাকা থেকে গ্রেফতার
||আলিফ মাহমুদ কায়সার ||

কুমিল্লার চান্দিনায় পিকআপ ভাড়া না দেয়ার অজুহাতে গাড়ি মালিক বিকাশ চন্দ্র দাসকে ঘুষি মেরে হত্যা মামলার একমাত্র প্রধান আসামি আজিজুল হক আর্জু (৩১) ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় চান্দিনা থানা পুলিশ। এর আগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সোমবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করা হয়।আজিজুল হক আর্জু কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই আন্দিরপাড় গ্রামের মো: সহিদ উল্লাহর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুর আলম জানায়, গত ৬ জুন বরকরই ইউনিয়নে নারাচোঁ গ্রামে পিকআপ মালিক বিকাশ চন্দ্র দাসকে হত্যার পর পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল আজিজ। অনেক খোঁজাখুজির পর তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬ জুন তাকে ঢাকার রমনা এলাকা থেকে আটক করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ সাহাবউদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬ জুন তাকে ঢাকার রমনা পার্ক এলাকা থেকে বিকাশ হত্যা মামলার প্রধান আসামী আজিজুল হক আর্জুকে আটক করা হয়। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, হত্যাকান্ডের তিন থেকে চারদিন আগে রাতের বেলায় আজিজুল হক আর্জু নামের ওই অভিযুক্ত ব্যক্তি বিকাশ দাসের কাছে ফোন করে পিকআপ ভাড়া চায়। তার লেনদেন ভাল না বিধায় তাকে পিকআপ ভাড়া দেয়নি। ওই ঘটনার জের ধরে ৬ জুন বিকেলে নারাচোঁ গ্রামে বিকাশ চন্দ্র দাসকে এলোপাথারী মারধর করে হত্যা করে সে । এ ঘটনায় নিহতের বড় ছেলে ঝলক দাস থানায় মামলা করে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker