চান্দিনা

চান্দিনায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে চাল ও শীতবস্ত্র বিতরণ

চান্দিনায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে চাল ও শীতবস্ত্র বিতরণ

 

।। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হরিনচাতুরী গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ এর ১২টি অসহায় পরিবারকে চাল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গনে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ৩০ কেজি করে চাল ও ১টি করে কম্বল বিতরণ করেন।

এর আগে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং আশ্রয়ণ প্রকল্প-২ স্মারক বৃক্ষ রোপন করেন।

 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বাঙালী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, সমবায় অফিসার মোবারক হোসেন, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, সেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামুন প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker