জেলার খবর

চান্দিনায় প্রায় পৌনে দু’লক্ষ ভোটের ব্যবধানে অধ্যাপক মো. আলী আশরাফ পঞ্চম বারের মতো সংসদ সদস্য হলেন

 

 

 

: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পঞ্চম বারের মতো জাতীয় সংসদের

সদস্য হিসেবে নির্বাচিত হলেন অধ্যাপক মো. আলী আশরাফ। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার।

 

৮৩টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৭ শত ৪৭ ভোট পেয়েছেন।তাদের ভোটের ব্যবধান ১ লক্ষ ৬৯ হাজার ১ শত ৫৪ ভোট। চান্দিনা আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫শত ১৫ জন।

 

রাত ৮টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া এ ফলাফল নিশ্চিত করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker