শিক্ষাঙ্গন
চান্দিনায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

চান্দিনায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
।। মাসুমুর রহমান মাসুদ।।
কুমিল্লার চান্দিনায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ যথাযোগ্য মর্যদার মধ্য দিয়ে পালিত হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্হার রুপান্তর শুরু’ প্রতিপাদ্য নিয়ে এ দিবসটি চান্দিনায় পালিত হয়।
বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সাহাবুদ্দীন খাঁন, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মজিবুর রহমান।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নুরন্নবী, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, বদরপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. আবদুল হাই, দোল্লাই নবাবপুর সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, জোয়াগ নোয়াগাও দাখিল মাদ্রাসা সুপার ফারুক আহমেদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে চান্দিনা উপজেলা বিভিন্ন কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, আইসিটি অ্যাম্বাসেডরগন ও শিক্ষার্থীগন অংশ গ্রহণ করেন।
এ ছাড়া ও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যেগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।





