চান্দিনা

“মানুষের মাঝে মনুষ্যত্ব বিকাশে শিক্ষক ও ইমামদের ভূমিকা অপরিসীম”

ডক্টরে প্রাণ গোপাল দত্ত এমপি

চান্দিনায় সুধী সমাবেশে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি

“মানুষের মাঝে মনুষ্যত্ব বিকাশে শিক্ষক ও ইমামদের ভূমিকা অপরিসীম”

 

।। মো: শরিফুল ইসলাম।।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, “মানুষ জন্মগত ভাবে ‘মানুষ’ কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া। মানুষের মাঝে মনুষ্যত্ব বিকাশে শিক্ষক ও ইমামদের ভূমিকা অপরিসীম’।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিক্ষক ও ইমামদের সাথে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন- মানুষ ডাক্তার, শিক্ষক ও ধর্মগুরুদের উপদেশ যেভাবে গ্রহণ করে আর কারও কথাই তেমন গুরুত্ব দেয় না। সুতরাং শিক্ষিত জাতি গঠনে যেমন শিক্ষকদের যেমন ভূমিকা আছে তেমনি মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করতে ইমামদের ভূমিকাও কম নয়।

 

এসময় মাদক-চাঁদাবাজ মুক্ত এবং সুশিক্ষায় শিক্ষিত চান্দিনা গড়তে শিক্ষক ও ইমামদের সহযোগিতা কামনা করেন তিনি।

 

কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রোকন উদ্দিন ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, কেরণখাল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শামছুল আলম, আওয়ামী লীগ নেতা আলী আজগর গাজী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker