নারী ও শিশুফিচার
আমার ভোট আমি দিবো ;যাকে খুশি তাকে দিব,____নায়িকা জয়া চৌধুরী

আমার ভোট আমি দিবো ;যাকে খুশি তাকে দিব,____নায়িকা জয়া চৌধুরী
রাত পোহালেই বহু প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। আর এই বিশেষ দিনকে সামনে রেখে দেশের মানুষ এখন ভীষণ উত্তেজিত। সব শ্রেণি পেশার মানুষের মধ্যে এখন নির্বাচনী আমেজ, সাধারণ মানুষের পাশাপাশি এ নির্বাচন নিয়ে আনন্দের কমতি নেই শোবিজ তারকাদেরও। নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকাই চলচ্চিএের অনবদ্য চিএনায়িকা জয়া চৌধুরীও এর ব্যতিক্রম নয়। আমাদের প্রতিনিধি কে তিনি বলেন; আমি মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা। ভোটের দিন আমি প্রথমবারের মত ভোট দিব। কাকে ভোট দিবেন?…এ প্রশ্নের উওরে…এক ঝলক মুখে হাসি দিয়ে তিনি বলেন; “আমার ভোট আমি দিবো ;যাকে খুশি তাকে দিব। ” নির্বাচনের দিন আশা করি বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে। প্রথমবার ভোট দিবো বেশ ভালো লাগছে। আমি চাই সৎ ও নিষ্ঠাবান লোকেরাই নির্বাচিত হোক। আশা করি; সুষ্ঠু নির্বাচন হবে।
উল্লেখ্য জয়া চৌধুরী বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।





