চান্দিনা

চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

 

আকিবুল ইসলাম হারেছঃ

 

কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন খান। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শনিবার (২৭ আগস্ট) রাত ৮টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন খাঁন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সব শেষে তিনি  মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, সংবাদ ও আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, বাংলাদেশের খবর প্রতিনিধি টি.আর দিদার, কালেরকন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, নয়াদিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, যুগান্তর প্রতিনিধি আব্দুল বাতেন, মানবজমিন প্রতিনিধি তুহিন ভূইয়া, আজকের পত্রিকা প্রতিনিধি শরীফুল ইসলাম, গ্লোবাল টিভি প্রতিনিধি আবুল খায়ের আশিক, আনন্দটিভি প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি আশিকুর রহমান, ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, কুমিল্লা ২৪টিভি প্রতিনিধি শাহজালাল সরকার সাজু, সন্ধাবাণী প্রতিনিধি আবুল বাসার, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইয়াছিন আরাফাত,মুক্তখবর প্রতিনিধি মোঃ সোহেল প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker