শিক্ষাঙ্গন

পি এস সি পরিক্ষায় জোয়াগ ইক্বরা মেরিট ক্যাডেট স্কুলের সাফল্যময় ফলাফল।

পি এস সি পরিক্ষায় জোয়াগ ইক্বরা মেরিট ক্যাডেট স্কুলের সাফল্যময় ফলাফল।

হোসাইন আহমেদ
কুমিল্লা-চান্দিনা প্রতিনিধি

পি এস সি পরিক্ষায় জোয়াগ ইক্বরা মেরিট ক্যাডেট স্কুলের সাফল্যময় ফলাফল।বিগত বছরের ন্যায় এবার সর্বোচ্চ GPA-5 পেয়েছে এই বেসরকারী প্রতিষ্ঠানটি।মোট ১০ জন পরিক্ষার্থী এর মধ্যে ৮ জন ই GPA-5 পেয়েছেন। যার ফলে ছাত্র-ছাত্রী সহ শিক্ষকগণ আনন্দিত। GPA-5 পাওয়া ছাত্র-ছাত্রীরা হলেন, শাহরিয়া আহমেদ শুভ,সাব্বির প্রধান,তাসফিয়া জামান সারা,সুমাইয়া আক্তার,নাদিয়া আক্তার ইভা,নাজনীন নাহার সীমা,শিমরান জাহান রিফা,লিজা আক্তার।জিহাদ হাছান(GPA-4.83),উম্মে হাবিবা (GPA-4.75) পেয়ে পাশ করে।এতে সন্তোষ প্রকাশ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন সজিব স্যার সহ সহকারী শিক্ষক ও কমিটিবৃন্দু।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker