অপরাধ

নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় অমিত সিং নামে এক যুবক এরেস্ট

নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় অমিত সিং নামে এক যুবক এরেস্ট

অনলাইন ডেস্ক;
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় অমিত সিং নামে এক যুবকে মৌলভীবাজার থেকে এরেস্ট করা হয়েছে।
অমিত সিং মাধবপুর চা-বাগানের দক্ষিণ লাইনের রামচন্দ্র সিংয়ের ছেলে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের অমিত সিং ও একই ইউনিয়নের শিমুলতলা এলাকার সঞ্জয় সিনহা নামে দুই যুবক নুপুর শর্মাকে সমর্থন করে তাদের নিজেদের ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়। মুহূর্তের মধ্যে পোস্ট দুটি ভাইরাল হলে এলাকায় চরম উত্তেজনা দেখা হয়। প্রতিবাদ মুখর ধর্মপ্রাণ মানুষ অমিত সিংয়ের বাসা ঘেরাও করেন। সঞ্জয় সিনহার গ্রামেও দেখা দেয় উত্তেজনা।

পরে রাতে তারা দুইজন তাদের বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চায়। লাইভে অমিত সিং ক্ষমা চাইলেও তার বক্তব্যের শেষাংশে বলেন ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বাংলাদেশি’। আমি সরি ভাই, আমি ভেরি ভেরি সরি।

এরপর তার বিরুদ্ধে মামলা হয় এবং আটক করে পুলিশ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker