
চান্দিনায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব -১৭) টুর্নামেন্টের উদ্বোধন
আকিবুল ইসলাম হারেছ :
কুমিল্লার চান্দিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২০ মে) চান্দিনা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত এমপি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌরসভার মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান,উপজেলা প্রৌকশলী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান,কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান ছাদেকুর রহমান,পৌর কাউন্সিলর আবু কাউছার, পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌতম কুমার শ্যামল প্রমুখ।
এ টুর্নামেন্টে ১৩টি ইউনিয়ন পরিষদ এবং ১টি পৌরসভার বালক টিম অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় মাইজখার ও কেরনখাল ইউনিয়ন পরিষদের বালক টিম অংশ নেয়।টাইব্রেকারে ৫-৪ গোলে কেরনখাল ইউনিয়ন টিম জয়ী হয়। নক আউট পদ্ধতি টুর্ণামেন্টটি পরিচালিত হবে।





