চান্দিনা
চান্দিনায় পিকআপ ভর্তি শত বোতল ফেনসিডিলসহ আটক ২

চান্দিনায় পিকআপ ভর্তি শত বোতল ফেনসিডিলসহ আটক ২
আকিবুল ইসলাম হারেছ:
কুমিল্লার চান্দিনায় ২৭৯ বোতল ফেনসিডিল ও বহনকারী পিকআপসহ দুই মাদক সম্রাটকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দিনা পালকি সিনেমা হল সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,চান্দিনা পৌরসভাধীন মহারং গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো.মনির ওরফে ভোলা মনির(৩৬),দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মো.সেলিমের ছেলে মো.জহির(২৩)।
পুলিশ জানায়,চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানের দিক নির্দেশনায় এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করে।এসময় তাদের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাদের হেফাজতে থাকা পিকআপ গাড়ির পিছনে থাকা ঢালার মধ্যে দুইটি ট্রাভেলিং ব্যাগের ভিতর হতে ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান,আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং এর ৩৬(১) এর ১৪( গ)/৪১/২৬ ধারায় মামলা করা হয়। চান্দিনা থানা পুলিশের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





