জাতীয়
যুবলীগ নেতা মোঃ মোতালেব দেওয়ানের নেতৃত্বে নৌকার মিছিল ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা মোঃ মোতালেব দেওয়ানের নেতৃত্বে নৌকার মিছিল ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
ঢাকা ১৮ আসনে ৪৮ নং ওয়ার্ড যুবলীগ পক্ষ থেকে এডঃ সাহাৱা আপার নৌকাৱ প্ৰচারনায় বরুুয়া স্থানীয় যুবলীগের সংগ্রামী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,বিএনপি জামাতের আতংক,যুব সমাজের অহংকার,সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক, এডভোকেট সাহারা খাতুনের বিশ্বস্ত ভ্যানগার্ড যুবলীগ নেতা মোঃ মোতালেব দেওয়ানের নেতৃত্বে এক বিশাল গনমিছিল ও গনসংযোগ অনুষ্ঠিত হয় উক্ত প্রচারণার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ হাজার নেতাকর্মীরা সাথে ছিলেন। মোতালেব দেওয়ান নৌকার জন্য ভোট ছেয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন নিরলস ভাবে। তিনি বলেন নৌকা মানে উন্নয়ন নৌকা মানে শান্তি নৌকার বিকল্প কেহ নেই,ইনশাল্লাহ নৌকার বিজয় করেই ঘরে ফিরবো।
জয় বাংলা,জিতবে আবার নৌকা





