চান্দিনা

অভিনন্দন_ও_শুভকামনা ডা_প্রাণ_গোপাল_দত্ত_এমপি_মহোদয়

অভিনন্দন_ও_শুভকামনা ডা_প্রাণ_গোপাল_দত্ত_এমপি_মহোদয়
জাতীয় সংসদের কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশখ্যাত চিকিৎসক মাননীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে, মাননীয় সাংসদ মাদক, চাঁদাবাজী ও জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন এবং চান্দিনা থানায় নিরপেক্ষভাবে আইন-শৃংখলা রক্ষা করে দুষ্টের দমন ও শিষ্ঠের পালনে আমাকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা একত্রে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবো এবং চান্দিনাবাসীকে নিরাপদ রাখবো।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker