
চান্দিনা আওয়ামী পরিবারের অক্সিজেন খ্যাত শ্যামল ছায়া ” মুনতাকিম আশরাফ টিটু”
*******************************************
বাবা অধ্যাপক মো. আলী আশরাফ ১৯৬২ সাল থেকে সমতটের মেঠো পথে হেঁটেছেন। দেখেছেন গামছা কাঁধে কৃষক কামার কুমরের জীবন। যে জীবন দেখে তিনি কষ্ট পেতেন। ক্ষুদ্ধ হতেন। স্পর্ধিত হতেন। আন্দোলিত হতেন। শত প্রতিকুলতা আর ষড়যন্ত্রের জালছিন্ন করে তিনি একদিন চান্দিনা আওয়ামী পরিবারে ভোর এনেছিলেন। বাবার ভেরের আলোয় বেড়ে ওঠেন বিনয়মুগ্ধ সন্তান মুনতাকিম আশরাফ টিটু । বাবার হাত ধরেই রাজনীতির হাতেখড়ি। দেখেছেন কী ভাবে সাধারণ মানুষকে ভালোবাসতে হয়। শিখেছেন কীভাবে বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে দলকে সংগঠিত ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা যায় । চান্দিনা আওয়ামী পরিবারের চলার পথকে আরো মসৃন করতে মুনতাকিম আশরাফ টিটি দুটো সংসদ নির্বাচন, তিনটি উপজেলা নির্বাচন, দুটো পৌরসভা নির্বাচন একক বুদ্ধিমওা দিয়েই সম্পন্ন করেছেন।
বড় অসময়ে চলে গেছেন অধ্যাপক মো. আলী আশরাফ। অধ্যাপক মো.আলী আশরাফকে হারিয়ে চান্দিনা আওয়ামী পরিবারে নেমে আসে শোকের মাতম। শোককে শক্তিতে রুপান্তরিত করতে লাখো মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছেন মুনতাকিম আশরাফ টিটু। অধ্যাপক মো. আলী আশরাফের গন্ধে স্পর্শে অনুভবে আওয়ামী পরিবার যোগ্য নেতৃত্ব হিসেবে মুনতাকিম আশরাফ টিটুকেই মনে করে ভালোবাসার শূণ্যস্থান পূরণ। মুনতাকিম আশরাফ টিটুকেই চায় উপনির্বাচনে। মুনতাকিম আশরাফ টিটুর নেতৃত্বে চান্দিনা আওয়ামী পরিবার হবে আরো সুসংগঠিত ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামীলীগ। আগামি উপনির্বাচনে চান্দিনা আওয়ামী পরিবারের অক্সিজেন খ্যাত মুনতাকিম আশরাফ টিটুই প্রত্যাশিত ভালোবাসার শ্যমলছায়া।





