চান্দিনাজাতীয়

ডা. প্রাণ গোপালকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার.থানায় জিডি,

ডা. প্রাণ গোপালকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার.থানায় জিডি,

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর এক সপ্তাহ পার হয়নি। এখন পর্যন্ত ওই আসনটি শূন্য ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যেই এই আসনে উপনির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রাণ গোপাল দত্তকে প্রস্তুতি থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে।

গত ৩ আগস্ট bbcdhaka24.com নামের একটি নিউজ পোর্টাল ‘কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনের জন্য ডা. প্রাণ গোপাল দত্তকে প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চান্দিনা উপজেলা কৃষক লীগের একজন নেতা।

বুধবার রাতে ওই নিউজ পোর্টাল ও তার ফেসবুক আইডির বিরুদ্ধে চান্দিনা উপজেলা আওয়ামী কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মুকুল ওই জিডি করেনফয়সাল বারী মুকুল বলেন, bbcdhaka24.com নামের একটি নিউজ পোর্টাল ও ফেসবুক পেজে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।

তিনি বলেন, গত ৩ আগস্ট বিষয়টি ফেসবুক পেজে এ সংক্রান্ত সংবাদ দেখে ডা. প্রাণ গোপাল দত্তের সঙ্গে আমরা যোগাযোগ করি। কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তাই আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল বাশার সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে চান্দিনা থানায় গত বুধবার একটি জিডি করা হয়, যার নম্বর- ২০২।

এ বিষয়ে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, অধ্যাপক মো. আলী আশরাফ এমপির মৃত্যুর শোক এখনও কাটেনি। সংসদীয় আসনটি শূন্যও ঘোষণা হয়নি। এরই মধ্যে একটি কুচক্রি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারে লিপ্ত হয়েছে। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে প্রধানমন্ত্রীর উপসচিবের বরাদ দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে আমি নিজেও কিছু জানি না। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker