চান্দিনা
যারা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত স্যারের সমর্থক আছি দয়া করে এ শোকের মাসে দাদাকে নিয়ে কোন নির্বাচনী প্রচারণা করবেন না।

প্রিয় চান্দিনাবাসী,,,,
আচ্ছালামুয়ালাইকুম, আপনারা জানেন,আগস্ট মাস আমাদের জন্য একটা শোকের মাস এ মাসে বঙ্গবন্ধু সহ উনার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ মাসে আমাদের চান্দিনার অভিভাবক মরহুম অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি মহোদয় মারা গেছেন।সুতরাং এ মাস হচ্ছে আমাদের শোকের মাস।আমরা যারা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত স্যারের সমর্থক আছি দয়া করে এ শোকের মাসে দাদাকে নিয়ে কোন নির্বাচনী প্রচারণা করবেন না।আজ কিছু অনলাইন ভূয়া প্রচার করতে দেখেছি যে,নেত্রী দাদাকে উপনির্বাচনে অংশগ্রহন করার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করেছে,এগুলো অসত্য। দাদা কোথাও বলেনি যে উনি নির্বাচন করবে।আপনারা দয়া করে এ ধরনের মিথ্যা প্রচারণা করে দাদার সম্মান নষ্ট করবেন না।আকাশে চাঁদ উঠলে দেখতে পারবেন।বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিও খারাপ প্রতি দিন করোনা উৎস নিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে।যার যার অবস্থান থেকে নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন করোনা মহামারী উঠিয়ে নিয়ে আমাদেরকে সুস্থ রাখেন।
ফেইসবুক থেকে সংগ্রহীত